আজকের পর্বে সবাইকে স্বাগতম
আজকে আলোচনা করতে আসলাম
কিভাবে আপনি আপনার সাইটেভিজিটর বাড়াবেন।
আমরা অনেকে আছি যারা অবসর সময়ে ব্লগার বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে থাকি ।
ত আমাদের সাইটের সবচেয়ে যেটা বেশি থাকা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ভিজিটর।
আপনি যদি Adsense approved পেতে চান সেক্ষেত্রে ও এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
তাই আমি আজকে কিছু ট্রিকস শেয়ার করতে যাচ্ছি।
ত শুরু করি
SEO or Search engine optimization :-
আপনার সাইটে ভিজিটর বাড়াবেন কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সাইট Search engine optimization করতে হবে ।
এক্ষেত্রে আমরা শুধুমাত্র Google এ Submit করাকে বুঝে থাকি কিন্তু তা নয় ।
Google ছাড়াও আরও সার্চ ইঞ্জিন রয়েছে সেগুলোতে Submit করতে হবে।
Google Webmaster tools এ Submit করলে সেক্ষেত্রে Bing search engine এ Auto submit করা যাবে ।।
এ সম্পর্কে টিউটরিয়াল দেখে নিন SEO ক্যাটাগরিতে
Post Writing :-
প্রত্যেক ওয়েব সাইটের পোস্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়।
আপনি আপনার পোস্ট সাজিয়ে Search engine optimization এর জন্য গুছিয়ে করলে সেটা অবশ্যই আপনার ভিজিটর বাড়াতে সাহায্য করবে.