Be a Trainer! Share your knowledge.

পাসওয়ার্ড সুরক্ষিত রাখার সেরা ১০ উপায়।


আপনি ইন্টারনেট ব্যবহার করছেন মানেই আপনার কোথাও না কোথাও পাসওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে। এই পাসওয়ার্ড আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আশা করি আমাকে বলে বুঝাতে হবেনা, তারপরেও আমি একটা উদাহরণ দেই। ধরেন আপনার গুগলের পাসওয়ার্ড যদি হ্যাক হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে?

  • হ্যাকার আপনার ইমেইল এক্সেস পেয়ে যাবে। আপনার গুরুত্বপূর্ণ মেইল সে পেয়ে যাবে।
  • আপনার মোবাইলের সব কন্ট্যাক্ট নম্বর, ইমেইল এড্রেস তার দখলে চলে যাবে।
  • আপনার ইমেইল দিয়ে আপনি যেখানে যেখানে একাউন্ট খুলেছেন, ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে সেগুলোর এক্সেস পেয়ে যাবে, যদি 2FA সিকিউরিটি চালু না থাকে।
  • আপনি এন্ড্রয়েড  ফোন এই ইমেইলে চললে সে গুগল ফটোস থেকে আপনার সব ছবি দেখতে পাবে।
  • আপনি কোথায় কোথায় গিয়েছেন সব তথ্য তার কাছে চলে যাবে গুগল ম্যাপ থেকে।
  • আর আপনার মেইল আইডি ব্যবহার করে যেকোন অপরাধ করতে তো পারবেই।
  • ইত্যাদি ইত্যাদি।
আশা করি আপনার ইমেইলের পাসওয়ার্ডের গুরুত্ব বুঝতে পেরেছেন। শুধু ইমেইল নয় যে কোন পাসওয়ার্ডই সমান গুরুত্বপূর্ণ। তাই এই পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার নিজের। কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার পাসওয়ার্ড? আজকের ব্লগে আমি সেরা ১০টি উপায় বলে দেব পাসওয়ার্ড সুরক্ষিত রাখার। আসুন জেনে নেই-

  • পাসওয়ার্ড হিসেবে কখনই নিজের নাম, মোবাইল নম্বর, বাচ্চার নাম, বাসার ঠিকানা ইত্যাদি ব্যবহার করবেন না।
  • পাসওয়ার্ড হিসেবে কখনই কোন ডিকশনারি ওয়ার্ড (যেকোন ভাষার) ব্যবহার করবেন না।
  • আগে ব্যবহার করেছেন এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
  • ব্রাউজারকে কখনই আপনার পাসওয়ার্ড মনে রাখার দায়িত্ব দিবেন না।
  • অন্যের কিংবা পাবলিক কম্পিউটারে কখনই লগইন করবেন না। করেই ফেললে লগআউট করে কুকিজ ক্লিয়ার করে তারপর উঠুন।
  • সিকিউরড নয় এমন ওয়াই-ফাই এভয়েড করুন।
  • নিজের পাসওয়ার্ড কারও সাথে শেয়ার করবেন না।
  • নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন, এট লিস্ট মাসে একবার।
  • নূন্যতম ১০ ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • a-z, A-Z, 0-9 এবং স্পেশাল ক্যারেক্টার মিশ্রিত পাসওয়ার্ড ব্যবহার করুন।
আশা করি আমার এই ব্লগ আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।

কন্টেন্ট ক্রেডিটঃ রেডিটুরিডিং.কম

About Author

Previous
Next Post »

1 blogger-facebook:

Click for blogger-facebook
Mamun
admin
July 14, 2020 at 11:25 PM ×

Thanks

Congrats bro! MamunThis is the first comment
Reply
avatar

Category