Be a Trainer! Share your knowledge.

জাতীয় পরিচয় পত্র সংশোধন করুন | এনআইডি কার্ড সংশোধন করুন অনলাইনে




আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে পারবেন অনলাইনে। 
কিভাবে সংশোধন করতে হবে সেটা নিয়ে আজকের পর্ব। আজকে জেনে নিন কিভাবে কি পরিবর্তন করতে হবে।

আমাদের ভোটার হওয়ার সময় অনেকের বিভিন্ন ধরনের ত্রুটি হয়ে থাকে। এই সমস্ত ত্রুটিগুলোর হওয়ার পিছনে কিছু কারণ থাকে, বলতে গেলে যারা ভোটার তথ্য কম্পিউটারের সাহায্যে সার্ভারে দেয় তারা তাড়াতাড়ি তথ্য দিতে গিয়ে এমন ভুল হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সার্টিফিকেট আর পিতামাতার এনআইডি কার্ড এর তথ্য একরকম নয় এই রকম বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন তথ্য এনআইডি কার্ড এ ভুল হয়ে থাকে। যার কারণে আমাদের এগুলো সংশোধনের প্রয়োজন পড়ে। আজকে আমি এই যে জাতীয় পরিচয় পত্র বা আইডি কার্ড বা এনআইডি কার্ড সংশোধন কিভাবে করবেন সেটা দেখাব। তবে আপনার এনআইডি কার্ড সংশোধন করতে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে আমি আগের পর্বে দেখিয়ে দিয়েছি কিভাবে সেই ফি প্রদান করতে হয়। আশা করি সেখান থেকে সবকিছু বুঝতে পারছেন।
আপনি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে থাকলে এবার আপনার সংশোধনের পালা।

ত সংশোধন করতে হলে অবশ্যই আপনার কিছু ডকুমেন্টস লাগতে পারে। আমি একটা আইডি কার্ড সংশোধন করেছি সেখানে কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়েছিল। সেক্ষেত্রে আমি শুধু পিতার নাম ভুল হয়েছিল সেটা ঠিক করেছিলাম।

ত আপনাদের মধ্যে কারও যদি পিতা বা মাতার নাম ভুল হয়ে থাকে সেটা সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগতে পারে সেগুলো হলো :


  1. পিতা এবং মাতার আইডি কার্ড 
  2. ভাই এবং বোনের আইডি কার্ড 
  3. আপনার এসএসসি এডমিট কার্ড বা সার্টিফিকেট 


প্রশ্ন হতে পারে এগুলো কিভাবে দিব। জ্বি এগুলো ছবি তুলে আপনাকে আপলোড করে দিতে হবে, সেক্ষেত্রে আপনার ছবির সাইজ jpg বা jpeg বা png বা pdf ফরমেট হতে হবে।

আপনার পিতা মাতার আইডি কার্ড গুলোর ছবি তুলে উভয় পার্ট একই পেইজে এড করবেন এবং সেটা আপনি একটা ফোল্ডারে রাখবেন। এভাবে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস একটা ফোল্ডারে রাখবেন যাতে আপলোড করার সময় কোন সমস্যার সম্মুখীন হতে না হয়।

এবার কাজ শুরু করব
প্রথমে নিচের লিংকে ক্লিক করে লগিন করে নিন
এক্ষেত্রে আপনার এনআইডি কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে।



লগিন করার পর নিচের মত দেখাবে সেখানে আপনি প্রোফাইলে ক্লিক করুন


এবার নিচের মত ইডিট এ ক্লিক করুন

 এবার আপনাকে নিচের মত মেনু দেখানো হবে সেখানে বহাল এ ক্লিক করুন এবং দেখবেন এখন সকল বক্স সংশোধন যোগ্য অর্থাৎ আপনি এখন বক্সের তথ্য সংশোধন বা পরিবর্তন করতে পারবেন।
 আমি একটা ছেলের পিতার নাম সংশোধন করব তাই পিতার নাম এর বক্সের তথ্য সংশোধন করার জন্য সেখানে গিয়ে আগের নামটা কেটে নতুন নাম দিলাম এবং দেখুন একটা তারকা চিহ্ন দেখাচ্ছে


আপনার যা যা সংশোধন করতে হবে সব করা শেষে পরবর্তী তে ক্লিক করুন

এবার বলবে ফোন নাম্বার এর ঘর খালি তাই সেখানে একটা ফোন নাম্বার দিন ( মনে রাখবেন আপনার তথ্য সংশোধন হওয়ার পর আপনার দেওয়া নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার তথ্য সংশোধন হয়েছে সেটা, তাই নাম্বার টা আপনার নিজের দিবেন)
এক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্যের পাশে একটি অপশন দেখুন ঠিকানা সেখানে ক্লিক করে ঠিকানা ও পরিবর্তন করতে পারবেন।

এবার পরবর্তী তে ক্লিক করুন
দেখবেন আপনি কি কি পরিবর্তন করেছেন সেগুলো

এবার আপনার ব্যালেন্স দেখাবে

এবার দেখবেন একটা ড্রপডাউন বক্স এ ক্লিক করতে বলবে সেখানে ক্লিক করে স্মার্ট কার্ড সিলেক্ট করে আবার পরবর্তী তে ক্লিক করুন

এবার আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে।
এক্ষেত্রে F_M_ID হচ্ছে  পিতামাতার এনআইডি কার্ড এবং B_S_ID হচ্ছে ভাইবোনের এনআইডি কার্ড এবং এসএসসির জন্য আলাদা অপশন দেখবেন সেখানে এসএসসির ডকুমেন্টস আপলোড করে নিন।
সবশেষে আপনাকে আবারও পরবর্তী তে ক্লিক করতে বলবে
এবার আপনার সবকিছু শেষবারের মতো দেখানো হবে।
আপনি কি কি পরিবর্তন করেছেন পূর্বে কি ছিল এবং বর্তমানে কি দিয়েছেন সেটা দেখাবে।

সবকিছু ঠিকঠাক থাকলে এবার সাবমিট এ ক্লিক করুন। আশা করি বুঝতে পারছেন। আপনার আবেদন সফল ভাবে করে থাকলে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপ্রোভ হয়ে যাবে। তবে সময় বেশিও লাগতে পারে। তাই চিন্তার কোন কারণ নেই।
এবার একটু লগিন করে দেখে নিন আপনার প্রোফাইল এ "আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং এ আছে " এই লিখাটি।

আপনার আবেদন অ্যাপ্রোভ হলে আপনার তথ্য সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আপনার দেওয়া নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কারও কোন প্রশ্ন থাকলে সরাসরি ইমেইল করুন
Email : info@cyber31bd.com
 অথবা
কমেন্ট করে জানাবেন।

Live support On Fb
Facebook.com/cyber31bd



কিভাবে আইডি কার্ড এর ফি প্রদান করব।কিভাবে এনআইডি কার্ড সংশোধন ফি প্রদান করতে হবে। জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি। যারা নতুন ভোটার হয়েছেন তারা আপনার আইডি কার্ড পেতে পারবেন অনলাইনে।  

About Author

Previous
Next Post »

Category