Be a Trainer! Share your knowledge.

জাতীয় পরিচয় পত্র সংশোধন করুন এখন অনলাইনে। এই নিয়ে বিস্তারিত জানুন। ( NID Online Correction)

জাতীয় পরিচয় পত্র সংশোধন করুন এখন অনলাইনে।  এনিয়ে বিস্তারিত জানুন।  ( NID Correction)    2020


Online NID Card Correction 

আপনি আমাদের মাধ্যমে ও জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে পারবেন। তারজন্য যোগাযোগ করুন আমাদের সাথে ফেইসবুক পেইজে। 

অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন করা যায় কিনা এটা নিয়ে আামাদের সবারই মাঝে কম বেশি কনফিউশান রয়েছে। 

আজকে আমি সেই সমস্যার সমাধান নিয়ে এবং সে সম্পর্কে বিস্তারিত প্রশ্নগুলোর উত্তর দিতে যাচ্ছি।

আপনাদের যাদেরকে সমস্যা এর মাধ্যমে পাবেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ইমেইল করবেন আমাদের ইমেইল ঠিকানায়।

চলুন আজকের পর্ব পড়ে নিই।

Online NID Card Correction পর্ব। 

প্রথম কনফিউশান হচ্ছে অনলাইনে কি জাতীয় পরিচয় পত্র সংশোধন করা যায় ?
উত্তর হবে হ্যাঁ যায়।

এখন বলবেন আপনি নিজে করে বলতেছেন নাকি ওয়েবসাইটের কথা শুনে বলতেছেন?

উত্তর হবে আমি নিজে সংশোধন করে বলতেছি এবং তার প্রমাণ ও আছে।

আমি কি Online NID Card   সংশোধন করেছি?
আমি সংশোধন করেছি একজনের পিতার নাম।

Online NID Card Correction এ
এবার কিছু প্রশ্নের উত্তর দিব। 

১.জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য আমার কি কোন টাকা পয়সা লাগবে ?

উত্তর হবে হ্যাঁ।
নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে আপনি আপনার তথ্য সংশোধন করতে পারবেন।

২.আমার জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগতে পারে ?
উত্তর : সেটা আপনার তথ্য সংশোধনের উপর নির্ভর করে।

৩.এক্ষেত্রে আমার কি কোন অফিসে দৌড়াদৌড়ি করতে হবে অর্থাৎ একবার ও কি অন্য কারও কাছে যেতে হবে ?
উত্তর : না।  চাইলে আপনি নিজেই সবকিছু করতে পারবেন।

৪.আমার ফি প্রদান কিভাবে করব ?
উত্তর : DBBL অথবা ওয়ান মোবাইল ব্যাংকিং অথবা

৫.আপনি কোনটা দিয়ে পেমেন্ট করেছিলেন ?
উত্তর : DBBL

৬.অ্যাপ নাকি USSD (*322#)  কোনটা?
উত্তর : App দিয়ে।

৭.পেমেন্ট করার সাথে সাথে আপনি জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে পেরেছেন ?
উত্তর : জ্বি না।  আপনাকে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।

৮.আমার ডকুমেন্টস গুলো কিভাবে দিতে হবে  ?
উত্তর : আপনাকে আপলোড করে দিতে হবে।
সেক্ষেত্রে কারও জাতীয় পরিচয় পত্র দেওয়ার জন্য সামনের এবং পিছনের উভয় পার্ট একপেইজে করে তারপর আপলোড করতে হবে।

৯.ফাইল কি কি সাপোর্ট করে ?
উত্তর :. jpg,jpeg,png,pdf

১০.আমার জাতীয় পরিচয় পত্র সংশোধন আপ্রোভ হওয়ার জন্য কতদিন লাগতে পারে ?

উত্তর : জ্বি এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ আমি রমজানের শেষ দিকে আবেদন করেছিলাম এবং আপ্রোভ হয়েছে ঈদের কয়েকদিন পরে।
এখানে একটা কথা আছে আমি আবেদন করার পর সরকারি ছুটি থাকার কারণে Approval এ একটু সময় বেশি লেগেছে।
এখন করলে সময় কম লাগতে পারে।


১১.সংশোধন হলে কিভাবে জানব ?  নাকি বার বার চেক করে  করে থাকতে হবে ?

উত্তর : না বার বার চেক করতে হবে না।
আপনার দেওয়া নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন Approved করা হয়েছে।
that's mean আপনার তথ্য পরিবর্তন হয়ে গেছে।

এখানে একটা কথা 
আপনার তথ্য পরিবর্তন হয়েছে সেটা আপনি জাতীয় পরিচয় পত্র টা ডাউনলোড করলে দেখবেন কিন্তু আপনার প্রোফাইলে আগের তথ্য দেখাবে। 
তাই এটা নিয়ে টেনশন করবেন না। 

আশা করি আপনার সব কনফিউশান দূর করতে পেরেছি।

তারপর ও কারও কোন প্রশ্ন থাকলে সরাসরি ইমেইল করুন
অথবা
যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজে।
ইনশাআল্লাহ আপনার সমস্যায় আমরা পাশে আছি। 

পরবর্তী পোস্টে আলোচনা করব সংশোধন কিভাবে করবেন সেগুলো সাথে স্কিনশট সহ বিস্তারিত দেখানো হবে।


ভালো থাকুন সুস্থ থাকুন। 
দোয়া করবেন নতুন কিছু নিয়ে আসতে যেন পারি। 

আল্লাহ হাফেজ। 

About Author

Previous
Next Post »

3 blogger-facebook

Click for blogger-facebook
June 2, 2020 at 7:42 AM ×

jayga transfar kora jabe

Reply
avatar
June 2, 2020 at 7:45 AM ×

This comment has been removed by the author.

Reply
avatar

Category