PDF কে picture বানিয়ে পড়ুন এবার যেভাবে ইচ্ছে । |
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি সবাই ভালো আছেন
আজকে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা টপিকস
PDF ত অনেক পড়লাম এবার পিডিএফ কে Photo করে Gallery থেকে পড়লে কেমন হয় ?
নিশ্চয় খুব সহজেই পড়া যাবে।
PDF পড়তে গিয়ে আমাদের অনেকের মোবাইলে সেটা সমস্যা করে।
আবার একটা পেইজ থেকে আরেকটা পেইজে যেতে মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে থাকি।
আবার এমন ও মোবাইল আছে যাদের PDF সাপোর্ট করে না।
তাদের জন্য এটা একটা সুবিধাজনক সফটওয়্যার ।
এটার সাহায্যে কি কি করা যায়?
সুবিধা :
১.PDF থেকে Photo বানাতে পারবেন
২.সকল সাইজের PDF Convert এর জন্য সময় মাত্র কয়েক সেকেন্ড
৩. বড় বড় File হলেও খুব কম সময়েই Picture বানিয়ে দেয়
৪.Picture গুলো High Resolution এর
ফলে Zoom করে দেখা যাচ্ছে এতে ছবির আকার নষ্ট হয়ে যায় না।
ইত্যাদি।
ত চলুন এবার দেখা যাক কিভাবে PDF কে Photo বানিয়ে Gallery তে পড়তে পারবেন।
প্রথম নিচে দেওয়া লিংকে ক্লিক করে App টি Download করে নিন।
Download Here
এবার কাজ শুরু করি
প্রথমে App Open করুনএবার নিচের মত ক্লিক করুন
এবার PDF যেটাকে Convert করতে চান সেটা সিলেক্ট করুন
এবার একটু অপেক্ষা করুন
এবার
100% হয়ে গেলে নিচের মত একদম কোণে Save করুন।
এবার সবশেষে Save হয়ে গেলে নিচের মত দেখাবে
এখন Gallery তে গিয়ে দেখুন নতুন একটা Folder এ image হিসেবে জমা আছে।
বেশ কাজ শেষ।
এবার সেখান থেকে পড়ে নিন খুব সহজেই। 😍
#নামাজ পড়ুন নিয়মিত। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেছেন :- যে ব্যাক্তি প্রত্যেক ফরজ সালাতের (নামাজের) পর আয়াতুল কুরসি পাঠ করল তার জান্নাতের যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোন বাঁধা রইল না।
আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ